• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
করোনায় সারা বিশ্বে একদিনে ১৩ হাজারের বেশি প্রাণ গেল

আবারও বেপরোয়া হয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে একদিনে (মঙ্গলবার) আবারও ১৩ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস।

এর মধ্যে শুধু আমেরিকাতেই গত ২৪ ঘণ্টায় ৩৪শ’ মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মহামারীর বছরজুড়ে প্রাণহানি ছাড়াল পৌনে ১৯ লাখ।

এর মধ্যে মার্কিন ভূখণ্ডেই মৃতের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজারের মতো।
মঙ্গলবার নতুন করে ১২শ’ মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৯৮ হাজার ছুঁইছুঁই। এদিন প্রায় সাড়ে ৮শ’ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে; সাড়ে ৬শ’ ইতালিতে। দুই দেশেই মৃতের সংখ্যা সাড়ে ৭৬ হাজারের কাছাকাছি।

একদিনে ৫শ’র বেশি প্রাণহানি রেকর্ড করেছে জার্মানি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশ। সাড়ে ৩শ’ থেকে ৪শ’ মৃত্যু হয়েছে ফ্রান্স ও পোল্যান্ডে।

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মহামারীতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে ভারতে; মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ২৮ হাজার।

এদিন পৌনে ৭ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৬৮ লাখের বেশি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।