• ঢাকা
  • শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং
দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলেন অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলেন দক্ষিণ বঙ্গের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন তাঁকে ২০২৩ সালে দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন।

একইদিন এ উপলক্ষে দুপুর ১২ টার দিকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের কনফারেন্স রুমে এ সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ সংবর্ধনা দেওয়া হয়।

সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জীবিতেষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টাইমস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর  ড. এ কে এম সালাউদ্দিন,

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, শিক্ষক পারিষদের সম্পাদক রুমিয়া আক্তার, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল, প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলন, কলেজটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকগণ।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
তাং : ০৫-১০-২০২৩ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।