• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
জয়তু সোনামাঝি

জয়তু সোনামাঝি
——————————————–
রেজাউল করিম
——————————————–
“আমার নৌকা ধরেন আমার নৌকা ধরেন” বলে পদ্মার ঘোলা জলের পাক থেকে আমাকে নিজের নৌকায় তুলে আনেন তিনি।

সিএন্ডবি ঘাটের বানু ফকিরের ডাঙ্গীর নৌকাডুবিতে আমিসহ নৌকা থাকা প্রায় সকলে তলিয়ে যাই গহীন থেকে গহীনে।

মনে হচ্ছিল পাতালে টেনে নিয়ে যাচ্ছে। উঠতে গেলে পন্টুনে মাথা আটকে যায়। প্রবল স্রোতোর ধাক্কায় পাতালের তলদেশ থেকে বেরিয়ে আসি হঠাৎ । পাকে পরে যাই আমরা।

একখন্ড কাঠের তক্তা কেউ একজন মহতীপ্রাণ কুলি শ্রমিক নদীতে ছুঁড়ে মেরেছিলেন ।

সেই পাতলা কাঠের তক্তাখানির
একমাথা ধরে আরেক মাথা আমার দিকে ঘুরিয়ে দিয়েছিলেন খরস্রোতো নদীতে হাবুডুবু খাওয়া আমার এক সহকর্মী।

কেবলি খাবি খাওয়া আমি কাঠখন্ড ধরে ফেলি। ভাসতে থাকি পদ্মায়।ততক্ষণে পন্টুনের নিচ দিয়ে ভেসে আমারা চলে গেছি প্রায় ১ কিলোমিটার।

দূর থেকে আমাদের পানির স্রোতের সাথে লড়াই দেখে ঘাটে বাঁধা নৌকা ছুটিয়ে কাছে চলে আসে একহারা গড়নের রোদেপোড়া দেবতুল্য এক সোনার মানুষ। সাথে আরেক চ্যাংরা যুবক।

চ্যাংরা যুবক নৌকা সমতায় রাখে। আর আমার সহকর্মী মাওলানা সাহেব ও আমাকে পাঁজা কোলে করে নৌকায় তুলে উদ্ধার করে আনেন সেই সোনার মানুষ। তিনি সোনা মিয়া।

কিন্তু তার চোখের সামনে ডুবে যাওয়া আলমগীর ও আজমলকে উদ্ধার করতে না পারায় কান্না থামাতে পারছিলো না সে।

তাদের ধরতে সোনাভাই নদীতে ঝাপ দিতে যায় কিন্তু ততক্ষণে তারা অতল তলে ডুবে যায়। সোনা ভাইয়ের সেই আফসোসের দীর্ঘশ্বাস এখনো বয়ে বেড়াচ্ছেন।

হাফিয়ে উঠা সোনাভাই কী করবেন। দোটানায় আমার মৃতপ্রায় দেহ নিয়ে ডাঙ্গায় এনে ফেলে রাখেন। বাতাস করেন।হাতে পায়ে মাথায় সরিষার তেল মাখেন।

সোনা মিয়া এতো গরীব ও অস্বচ্ছল তার বাড়িতে না গেলে বুঝাই যাবে না। নদীর কিনারেই তার বাড়ি। সোনামাঝি গাঙ্গে নৌকা বায়। মাছ ধরে।যা পায় তাই দিয়ে সংসার চালায়।

সোনামাঝি সেদিনের ঘটনায় দুটি লাশ খুঁজতে যাওয়া রাতজাগা চল্লিশ জনের জন্য বউকে ও বৃদ্ধা মাকে নিয়ে প্রায় মোটা চালের খিচুড়ি পিঁয়াজ মরিচ কেটে লাশ খোঁজকারী স্বজনদের খাইয়েছেন।

সোনামাঝি বাংলা লিখতে পারে না।সোনামাঝি ইংরেজি বলতে পারে না। অথচ বাংলা ইংরেজি পারা অনেক স্বজন সোনামাঝির হৃদয়ের প্রসারতার কাছে হেরে গিয়েছেন।

ঘাটের সোনামাঝিদেরই আবেগময় ভালোবাসায় আমারা প্রাণে বেঁচে গেছি। লাখেকোটি শুকরিয়া।

জয়তু সোনামাঝি। জয়তু সোনাভাই। জয়তু আমাদের প্রাণের সোনা ভাইয়েরা।

আমাদের কাগুজে লেখাপড়া তোমার কাছে হার মেনেছে।

তবে ধন্যবাদ জানাতে পারলাম না আবেগহীন প্রাণীদের যারা আলমগীর ও আজমলের লাশ না খুঁজে টিউশানি করেছেন সেইসব ষাঁড়দের [ সরি স্যারদের! ]

তবে কৃতজ্ঞতা জানাই যারা দুই
জানাজায় অঝোরে কেঁদেছেন।
ইতোমধ্যে শোকসভা করেছেন।

মঙ্গল হোক সোনাভাইদের। যারা আলমগীরের লাশ এখনো ভেসে উঠে কিনা গভীর রাত জেগে খুঁজে ফিরেন।

রেজাউল করিম, শিক্ষক ও সাংবাদিক

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।