• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
সালথা’য় আ’লীগের ১৮ নেতা বহিষ্কার

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আওয়ামীলের সংগঠন বিরোধী কাজ করায় ফরিদপুরের সালথা উপজেলায় আ’লীগ থেকে ১৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও উপজেলা আওয়ামীগের সহযোগী সংগঠনের চার নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. মজিবুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত ১৮ আ’লীগ নেতা হলেন, সালথা উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হামেদ, সহ-সভাপতি ফজলুল মতিন বাদশা, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্যা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম মোল্যা, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান (চয়ন), কার্য নির্বাহী সদস্য মো. নুরুজ্জামান ঠাকুর (টুকু), উপজেলার সোনাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাকিম মোল্যা, একই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিরাজ মোল্যা, একই ইউনিয়নের সহ-সভাপতি আব্দুর রহিম মাতুব্বর, মো. খলিল মোল্যা, আ: আওয়াল মোল্যা, একই ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেন্টু মুন্সী, উপজেলার আটঘর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শাহজাহান মোল্যা, একই ইউনিয়নের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলার গট্টি ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরশাদ মোল্যা, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. সুজায়েত হোসেন ওয়াদুদ, একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রকিব তালুকদার, উপজেলার যদুনন্দী ইউনিয়নের সহ-সভাপতি মো. আকরাম হোসেন, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলার বল্লভদী ইউনিয়নের সভাপতি মো. ইউনুছ মোল্যা, একই ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলম।

এছাড়াও উপজেলায় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের চার নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্ব স্ব সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।

যে চার জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে তারা হলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ইমারত হোসেন পিকুল, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ।

সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দেওয়া এক চিঠিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও মদদদাতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাই, বাংলাদেশ আ’লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ নং অনুচ্ছেদ বলে তাদের বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, এই বহিষ্কারের কপি জেলা আ’লীগ ও কেন্দ্রীয় আ’লীগকে পাঠানো হয়েছে।

৬ নভেম্বর ২০২১

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।