• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ভাঙ্গার সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে হাইওয়ে পুলিশের বিশেষ টহল

মোঃ রমজান শিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ৭/৭/২২

ফরিদপুরের ভাঙ্গা অংশের হাইওয়ে এক্সপ্রেস, সড়ক, মহাসড়কের শৃঙ্খলা ঠিক রাখতে হাইওয়ে পুলিশ বিশেষ টহল পরিচালনা করছে। পদ্মা সেতু উদ্বোধনের পর এবং ঈদের আর দুই দিন বাকি থাকায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে আগের তুলনায় বেশ কয়েক গুণ। এতে করে ভাঙ্গা পৌরসভার বাসস্ট্যান্ড, ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড, পুলিয়া বাসস্ট্যান্ড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন জানায়, পদ্মা সেতু চালু ও ঈদকে সামনে রেখে সড়কগুলোতে প্রচুর যানবাহনের চাপ বেড়েছে। আমরা যানবাহন চালকদের শৃঙ্খলা মাফিক যান চলাচলের জন্য উদ্বুদ্ধ করছি। উল্টো লেনে গাড়ি না চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল না চালানো, যত্রতত্র পার্কিং না করা সহ বিভিন্ন বিষয়ে চালকদের সচেতন করছি। আমাদের টহল জোরদার করাতে সড়কে ইতিমধ্যেই যানজট কমেছে। কোন দুর্ঘটনার খবরও আসেনি। এভাবে চলতে থাকলে আশা করা যায় ঈদ যাত্রায় জনগণের ভোগান্তি অনেক অংশে কমে যাবে।
এ বিষয়ে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে চালকেরা জানায়, ভাঙ্গা দক্ষিণপাড়া বাস স্ট্যান্ড ও আতাদি ফ্লাইওভারের উপরে উল্টো দিক থেকে থ্রী হুইলার, মাহিন্দ্রা, অটো ভ্যান চলাচল করায় যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়াও এসব যানবাহনগুলো শর্টকাট রাস্তা ধরার জন্য উল্টো লেনে চলাচল করছে। পুলিশকে আরো সতর্ক হয়ে এসব যানবাহনের বিরুদ্ধে ঈদের আগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।