• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
রাজশাহী বিভাগে একদিনে ৬০৭ জন করোনা রোগী শনাক্ত

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী

রাজশাহী বিভাগে একদিনে ৬০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল রোববার(০৬ জুন)  বিভাগের আট জেলায় তারা শনাক্ত হন। সোমবার(০৭ জুন) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বিভাগের মধ্যে সর্বোচ্চ ২০৭ জন রোগী শনাক্ত হয়েছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৭৫ জন, নওগাঁয় ১১৯ জন, নাটোরে ৩৫ জন, জয়পুরহাটে ৬১ জন, বগুড়ায় ১৬ জন, সিরাজগঞ্জে ১৫ জন এবং পাবনায় ১৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জের দুইজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫৯৭ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত সর্বোচ্চ ৩১৮ জন মারা গেছেন বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জন, নওগাঁয় ৪৫ জন, নাটোরে ২৭ জন, জয়পুরহাটে ১২ জন, সিরাজগঞ্জে ২৪ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৩১ জন।
রোববার বিভাগের ১০৩ জন করোনা রোগী সুস্থও হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩২ হাজার ৩৮৫ জন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৫৫ জন কোভিড-১৯ রোগী।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।