• ঢাকা
  • শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
গেম চেঞ্জার হতে পারে ফেলুদা করোনাভাইরাস পরীক্ষার জন্য

ভারতের বিজ্ঞানীদের একটি দল করোনাভাইরাস পরীক্ষার জন্য একটি সস্তা পরীক্ষা তৈরি করেছে, যা প্রেগনেন্সি পরীক্ষা কিটের মতো দ্রুত ফলাফল দিতে পারে। সত্যজিৎ রায়ের সৃষ্টি বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদার নাম অনুসারে এই পরীক্ষাটি ক্রিস্পার নামে একটি জিন-এডিটিং প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। বিজ্ঞানীদের অনুমান, ফেলুদা নামে পরিচিত এই কিটটি এক ঘণ্টার মধ্যে ফলাফল দিতে পারবে এবং এটার দাম পড়বে ৫০০ রুপি।

ফেলুদা নামের কিট তৈরি করবে টাটা এবং বাজারে এলে এটা বিশ্বের প্রথম কাগজভিত্তিক কভিড-১৯ পরীক্ষা হতে পারে। ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক কে বিজয় রাঘবন এটাকে সহজ, নির্ভুল, নির্ভরযোগ্য ও সস্তা পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন।

দিল্লিভিত্তিক সিএসআইআর-ইনস্টিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটেড বায়োলজির (আইজিআইবি) গবেষকরা এই টেস্ট কিট তৈরি করেছেন। তারা কিটটির ৯৬ শতাংশ সেনসিটিভিটি ও ৯৮ শতাংশ স্পেসিফিসিটি পেয়েছেন। এই দুটি অনুপাতের ওপর পরীক্ষার যথার্থতা নির্ভর করে। উচ্চ সেনসিটিভিটি এ রোগে আক্রান্ত প্রত্যেককে শনাক্ত করবে এবং উচ্চ স্পেসিফিসিটি এ রোগ নেই এমন প্রত্যেককে শনাক্ত করবে।

বিবিসি

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।