• ঢাকা
  • শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং
নিষেধাজ্ঞা থাকলেও মানছেনা কেউ, রাতের আঁধারে হচ্ছে রাজশাহীর বাঘায় পুকুর খনন

সারাদেশে সরকারীভাবে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেনা কেউ, প্রশাসনের নজর এরিয়ে রাতের আধারে করছে পুকুর খনন। রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ পশ্চিমপাড়া বিলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে চলছে অবৈধ পুকুর খনন । রবিবার(৭ জুন) সরেজমিনে দেখা মেলে উপজেলার পীরগাছা,নওটিকা, আরিফপুর এলাকার ইমামুল মাস্টার এর প্রায় ৩ বিঘা, ছমির উদ্দিন এর ৪ বিঘা সহ মোট ১১ বিঘা জমিতে অবৈধ ভেকু দিয়ে পুকুর খননের কাজ চলছিল।

এলাকাবাসীদের কাছে জানতে চাইলে,তারা জানায় গত দুই দিন রাতের আধারে পুকুর খননের কাজ চলছে। রাতে খনন শেষে দিনে ফতেপুর বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রেখে দেয় ভেকু মেশিনটি।
পুকুর খননের দায়িত্বে রয়েছে পার্শবর্তী নওটিকা গ্রামের লেবার সর্দার ডালিম। অত্র উপজেলাসহ বিভিন্ন এলাকাতে ভেকু ঘন্টা চুক্তি ২ হাজার টাকাতে ভাড়া দিয়েছে বাউসা মিঞা পাড়া গ্রামের খলিলুর রহমান। অবৈধ পুকুর খননের সহায়তাকারী ভেকুর মালিক খলিল নামে পরিচিত। এবিষয়ে বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, অবৈধ ভাবে সরকারী নিষেধাজ্ঞ না মেনে পুকুর খননের বিষয়ে তেমন কিছু জানা নেই । এদিকে ভেকু মালিক খলিলুর বলেন,’আমি তো শুধু ভেকু ঘন্টা চুক্তিতে ভাড়া  দিয়েছি,পুকুর বা কি খনন করবে এটা ডালিম ও জমির মালিকের বিষয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।