ফরিদপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
644 বার দেখা হয়েছে
০
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি:-বঙ্গবন্ধুর কটুক্তিকারী, খুনি, সন্ত্রাসী, বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী ,যুদ্ধাপরাধীদের সহায়তাকারী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জনতার মঞ্চে শাস্তি কার্যকর করার দাবিতে এক বিক্ষোভ মিছিল ও পথসভা সোমবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর ছাত্রলীগের সভাপতি তানজিদূল রশিদ চৌধুরী রিয়ান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ছাত্রলীগের সহ-সভাপতি ইমামুল মিয়া আজম, সাংগঠনিক সম্পাদক আসিফ বিন অর্ক, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব প্রমূখ।
সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।
সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছেন। তখন বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে বসে জামায়াতকে সাথে নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। যার পরিণতি ভালো হবে না। তারা বঙ্গ বন্ধুর নামে কটুক্তিকারী তারেক রহমানকে দেশে ফিরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
একই সাথে তার দোসরদের জনতার মঞ্চের সামনে দাঁড়িয়ে শাস্তির দাবি জানান।
এর আগে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।