মনির মোল্যা সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন প্রধান শিক্ষককে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমির সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। বিদায়ী প্রধান শিক্ষকগন হলেন, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বেলায়েত হোসেন মিয়া, ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া, লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র নাথ রায় ও বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সরদার।
সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহূ কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্মামী সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন মাদ্রাসার প্রধান গন। পরে অবসর প্রাপ্ত ৫ জন প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
৮ সেপ্টেম্বর ২০২২