সদরপুরে মুক্তিযোদ্ধা আঃ রব মিয়ার ইন্তেকাল
সদরপুর থেকে নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ রব মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। গত সোমবার বিকালে সদরপুর মুক্তিযোদ্ধা ভবনে একটি অনুষ্ঠান চলাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে দ্রুত সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হলে বেলা ২টা ৩০মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে সদরপুর থানা পুলিশ তাকে গার্ড অফ অনার প্রদান করে। পরে রাত ৮টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।