কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির উদ্যোগে চতুর্থবারের মত খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ক্যামেরাপার্সন, ফটো সাংবাদিক ও হকারদের মাঝে এই খাদ্য সামগ্রী আজ ৮ মে শুক্রবার বেলা ১১ টায় কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সাংবাদিক ফারুক আহমেদ পিনু মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করেন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মীর আল আরেফিন বাবু ও জামিল হাসান খোকন, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ক্যামেরাপার্সন, ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসিকে প্রদান করেন জেলা পরিষদের মিডিয়াবান্ধব চেয়ারম্যান জননেতা হাজী রবিউল ইসলাম।