মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সহসভাপতি আজিজুর রহমান, বুলবুল হুসাইন, টুটু চৌধুরী, মনির মোল্যা, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক মজিবুর রহমান, শফিকুল ইসলাম, বিধান মন্ডল, শরিফুল হাসান, মারুফ হোসেন, আকাশ সাহা, মোশারফ মাসুদ, সুমন ফকির, সাদ্দাম হোসেন, জাকির হোসেন প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, উন্নয়নের কাজে সংবাদকর্মীরা প্রশাসনের সহযোগিতা করবে বলে আশা করি। এসময় বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহব্বান জানান তিনি।
গত (২৭ অক্টোবর) সালথা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তিনি যোগদান করেন। এর আগে তিনি নরসিংদীর বেলাবো উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
৮ নভেম্বর ২০২২