• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করতে হবে -এমপি নিক্সন চৌধুরী

মোঃ রমজান শিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-৮/৭/২২ ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, এই সরকারের আমলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। আজকের কোমলমতি শিক্ষার্থী আগামী দিনে দেশের হাল ধরবে। মাননীয় প্রধানমন্ত্রীর আর্শিবাদ ফরিদপুর-৪ আসনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিগত ৮ বছরে ভবন নির্মাণ, রাসেল ডিজিটাল ল্যাব প্রদান সহ নানা উন্নয়ন করেছি। প্রতিটি প্রতিষ্ঠানের শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে সু শিক্ষা অর্জন করতে পারে সেদিকে শিক্ষক সহ ম্যানেজিং কমিটির দায়িত্ব অনেক। আপনারা আপনাদের স্থানে থেকে দায়িত্ব পালন করুন।

রোববার সকালে আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।
ম্যানেজিং কমিটির সভাপতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন খালাসির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ দলীয় নেতা-কর্মী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।