সম্প্রতি এক সন্তানের জননী বিধবা এক গৃহবধূকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়েরের ঘটনায় পুলিশ লম্পট টেপু মোল্যাকে (৫৫) গ্রেফতার করেছে। উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের গোছান মোল্যার ছেলে টেপু।
এলাকা সুত্রে জানা যায় ওই লম্পট বিধবা নারীকে বাড়িতে একা পাওয়ার সুযোগে জোরপূর্বক ঝাপটে ধরে ঘরের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন এসে হাতে -নাতে ধরে ফেলে।
পরে তারা ওই লম্পটকে পুলিশের হাতে শোপর্দ করে। এদিকে টেপুর ছোট ভাই শাহানুর মিয়া এ ঘটনাটি ষড়যন্ত্রের শিকার বলে দাবী করেন।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ওই লম্পটসহ আরো তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ অভিযোগের ফলে মামলা রুজু করে টেপুকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি রেজাউল করিম।