শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ।
এসময় ৫জন জয়িতা নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।