চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ খ্রিঃ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা মনিকা বসু।
“করোনাকালে নারী নেতৃত,্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার জহির রায়হান, সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান ও সাংবাদিক আব্দুস সবুর কাজল প্রমূখ।
সভাশেষে নারীদের মাঝে ঋণের চেক সহ সার্টিফিকেট বিতরন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।