মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মধুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক” কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আশিকুর রহমান চৌধরির সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শামীম আরা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান,কৃষি অফিসার আলভীর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়িতা সুরাইয়া সালাম, অলোকা বিশ্বাস, মিলি ইসলাম, সালমা জাহান, রেসমা আক্তার প্রমূখ।