• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ ইং
মাসুদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ লাইন জুনিয়ার

মাসুদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ লাইন জুনিয়ার রানারআপ ঈগল।

শহরের কমলাপুর হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মাসুদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ লাইন জুনিয়ার। রানার্স আপ হয়েছে ইগলস একাদশ।

আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে পুলিশ লাইন জুনিয়ার টাইব্রেকারে একমাত্র গোলে ঈগলস একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ‌অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা বেগম মমতাজ মহল। বিশেষ অতিথি ছিলেন আলমগীর কবির ও আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডক্টর আমির মজুমদার।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ ইসলাম শেখ (ব্রাঞ্চ ম্যানেজার এআরবি সিকিউরিটি সার্ভিস লিমিটেভ) প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের হিমেল। প্রতিযোগিতা দুদলের খেলার ছাড়াও রেফারিদের ও বিশেষ পুরস্কার দেয়া হয়। স্থানীয় বারোটি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ হকি টিমের সাবেক খেলোয়াড় শরাফত হোসেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।