• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা, ২৪ কার্তিক (০৯ নভেম্বর) :

খুলনার তেরখাদা উপজেলার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান আজ (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরম্নজ্জামান তালুকদার।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, প্রতিটি বিদ্যালয়ে শহিদ মিনার থাকা খুবই জরম্নরি। শহিদ মিনার থাকলে শিক্ষার্থীদের হৃদয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিক। আশা করি সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি বিদ্যালয় আজগড়া বিআরবি মাধ্যমিক বিদ্যালয়ের মতো দৃষ্টান্ত স্হাপন করতে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, তেরখাদা উপজেলার চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক মল্লিক সুধাংশুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক।

অনুষ্ঠানে জানানো হয়, শহিদ মিনার নির্মাণের উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরন হতে যাচ্ছে। ইতোমধ্যে বিদ্যালয় চত্বরে গণহত্যার স্মৃতিফলক স্হাপিত হয়েছে। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখার লক্ষে ‘বঙ্গবন্ধু স্টেটম্যান অব দ্যা সেঞ্চুরি’ শিরোনামে জাতির পিতার একটি মু্রাল নির্মাণের কাজ চলছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।