• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ইবি শিক্ষার্থীর বাবার খোঁজ মেলেনি আজও..

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আবদুর বাশিরের বাবার খোঁজ মেলেনি দীর্ঘ আট মাসেও।
গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ১০ তারিখ পারিবারিক কাজে বাইরে গেলেও আজও সন্ধান পাওয়া যায়নি তার।
নিখোঁজ ব্যক্তির নাম মোঃচান মুন্সি। পিতাঃমোঃমন্জুর হোসেন। বয়সঃ ৬৫ বছর। গ্রামঃদিলালপুর। ডাকঘরঃআজমতপুর।থানাঃশিবগন্জ। জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।
তার চেহারা কালো লম্বাটে। মুখে চাপ দাড়ি।উচ্চতাঃ ৬’৪”.হারানোর সময় গায়ে ফুলহাতা শার্ট ও চেকের লুঙ্গি ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়,
পারিবারিক কাজে নঁওগার নিয়ামতপুরে গেছিলেন।পাঁচ দিন পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি প্রায় এদিন ওদিক চলে যেতেন।পরে আবার একাকী বাসায় ফিরে আসতেন। তিনি মানুসিকভাবে একটু অসুস্থ ছিলেন।
এ বিষয়ে তার ছেলে তাহের শিবগন্জ থানায় জিডি করেছেন। জিডি নং ১৩৯/২০.
তিনি বলেন,আমার বাবাকে আজ ও আমরা খুঁজে পাইনি।
আমরা পারিবারিকভাবে ভালো নাই। কেউ আমার বাবার সন্ধান পেলে জানাবেন।
যোগাযোগের ঠিকানাঃ
০১৭০৪৩০৬৭৪৪
০১৭২১৫৫৬২০৩.

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।