• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
রাজশাহীর বাঘায় পুলিশের অভিযানে ডিজিটাল প্রতারক আটক

রাজশাহীর বাঘায় ডিজিটাল কায়দায় ফেসবুক ও ইমোতে ভুয়া আইডি খুলে মানুষের সাথে প্রতারণা করা ও আইডি হ্যাক করাসহ বিভিন্ন অভিযোগে শফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে উপজেলার দক্ষিণ মিলিক বাঘা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ডিজিটাল এই প্রতারককে  আটক করে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ গাওপাড়া গ্রামের আসলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২০) দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমু ও ফেসবুকে ভুয়া আইডি খুলে মানুষের সাথে নানা রকম ভাবে প্রতারণা করে আসছিলো। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তার বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থাকা দু’টি মোবাইল ফোনে অভিযোগের সত্যতা মিলে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শফিকুল দীর্ঘদিন থেকে ভুয়া ইমো ও ফেসবুকের ব্যবহার করে মানুষের আইডি হ্যাক করাসহ বিভিন্নভাবে প্রতারণার অভিযোগে সোমবার রাতে পুলিশ তাকে আটক করে। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার  তাকে জেলহাজতে পাঠানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।