• ঢাকা
  • মঙ্গলবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ ইং
রনকাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে শুরু হয় এ ক্রীড়া প্রতিযোগিতা।

দুপুর পর্যন্ত দৌড়, লৌহ গোলপ নিক্ষেপ, বালিশ বদল, দীর্ঘ লম্ফ, মোরগ লড়াই, ব্যাঙ দৌড়, পাখি উড়া, ঝুড়িতে বল নিক্ষেপ, মশাল দৌড় সহ নানা ধরণে প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রনকাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মাদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।

অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, রনকাইল উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক বৃন্দ।

০৯ ফেব্রুয়ারি ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।