নির্বাচনের দায়িত্ব পালনে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে নগরকান্দা এসিল্যান্ডের গাড়ি
শফিকুল খান জনি নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিতঃ 4 বছর আগে
2.4K বার দেখা হয়েছে
০
ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে নগরকান্দা থেকে মধুখালী যাওয়ার পথে নগরকান্দা সহকারী কমিশনার (এসিল্যান্ড) গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েন।
আজ বৃহস্পতিবার সকালে জেলার মাঝকান্দি মাজেদা জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মধুখালী পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে নগরকান্দার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল নগরকান্দা থেকে মধুখালী যাওয়ার পথে ঘটনাস্থলে পোঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পরিবহন গাড়ির সাথে এসিল্যান্ডের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসিল্যান্ডের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা এসিল্যান্ড, গাড়ি চালক আনোয়ার হোসেন ও পুলিশের একজন সদস্য আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাড়ি চালক আনোয়ারকে হাসপাতালে ভর্তি করেন। এসিল্যান্ড ও পুলিশের সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘এসিল্যান্ড ও পুলিশের সদস্য প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রয়েছেন। গাড়িচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।’