মাহবুব পিয়াল ,১০অক্টোবর,ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ একজন তৃতীয় লিঙ্গের মানুষ তার জীবন যাপন ও মানবিক কর্মকান্ড নিয়ে গড়ে ওঠা কাহিনী নিয়ে জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে স্বল্প দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “উমা সুন্দরী”র প্রিমিয়ার শো ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “উমা সুন্দরী”র প্রিমিয়ার শোর উদ্বোধন ঘোষনা করেন বিশিষ্ট নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ।
স্বল্প দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “উমা সুন্দরী”র পরিচালক ডেভিড তমাল, প্রযোজক প্রফেসর ডাঃ শেখ ইউনুস আলী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আসম জাহাঙ্গির চৌধুরী টিটো,ডাঃ মোস্তাফিজুর রহমান শামিম, ডাঃ এমএ জলিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সুফিয়ান চৌধুরী কুশল,সিরাজ-ই কবীর খোকন,শওকত আলী জাহিদ,আসমা আক্তার মুক্তা,শ্রিপা গোস্বামী সহ আরো অনেকে প্রিমিয়ার শোতে আলোচনায় অংশ নেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হলভর্তি দর্শকদের উপস্থিতিতে স্বল্প দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “উমা সুন্দরী”র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।