ফরিদপুর পৌরসভার পয়ঃবর্জ্য থেকে জৈব সার তৈরির প্লান্ট পরির্দশন করলেন সাংবাদিকরা
ফরিদপুর পৌরসভার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট পরির্দশন করলেন সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে শহরতলীর আদমপুরে কম্পোষ্ট রিসার্স এন্ড ট্রেনিং সেন্টারে পরির্দশন শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের প্রবীন সাংবাদিক অধ্যাপক মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোসাইটি ফর দা আরবান পওর এর চেয়ারপার্সন মোঃ বিলায়েত হোসেন,প্রবীন সাংবাদিক আবুল হোসেন আজাদ,সাংবাদিক মশিউর রহমান খোকন,সিরাজুল ইসলাম,আলীমউজ্জামান রনি,মোঃ সেলিম মোল্লা, জিল্লুর রহমান রাসেল, মোঃ জাহিদুল ইসলাম, মানিক দাস,বিভাস দত্ত প্রমুখ।
মানুষের পয়ঃবর্জ্য থেকে কিভাবে জৈব সার তৈরি করা হয় তা বিস্থারিত তুলে ধরেন প্রাকটিক্যাল এ্যাকশন ফরিদপুরের সোসাল মোবিলাইজেশন অফিসার মোঃ আল-আমিন। সমগ্র মতবিনিময় সভাটি পরিচালনা করেন সোসাইটি ফর দা আরবান পওর-সাফের সোসাল মোবিলাইজেশন ফ্যাসালিটেটর জিয়াউর রহমান ।
ফরিদপুর পৌরসভা, প্রাকটিক্যাল এ্যাকশন,সোসাইটি ফর দা আরবান পওর যৌথভাবে সাংবাদিকদের প্লান্ট পরির্দশন ও মতবিনিময় সভার আয়োজন করে।