শহীদ সুফি ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে সেমিফাইনালে করিম স্মৃতি সংঘ
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
349 বার দেখা হয়েছে
০
শহীদ সুফি ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে সেমিফাইনালে উঠেছে করিম স্মৃতি সংঘ।
শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে করিম স্মৃতি সংঘ। আজ শনিবার বিকেলে প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে তারা ফ্রেন্ডস ক্লাবকে ২-১ গোলে পরাজিত করেসেমিফাইনালে উঠে।
উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমন করে উভয় দল। সেইসাথে অনেক সুযোগ নষ্ট করে তারা। কিন্তু খেলায় কোন ফলাফল না আশায় টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি হয়। এতে করিম স্মৃতি সংঘ ২-১ গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।