ফরিদপুরে কালের কণ্ঠের যুগ পূর্তি অনুষ্ঠান
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
আংশিক নয় পুরো সত্য স্লোগান এর মধ্য দিয়ে ফরিদপুরে কালের কণ্ঠের একযুগ পূর্তি অনুষ্ঠান আজ সকালে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২ লং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম , পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইদ উদ্দিন আহমেদ, খেলা ঘরের সভাপতি আলতাফ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী শংকর।