ঘর থেকে বের হলেই ব্যবস্থা
সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সন্ধ্যা ছয়টার পর জনগণকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করতে বলা হয়েছে। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে নিজ নিজ ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে, শুক্রবার ছুটির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে চতুর্থ দফায় ছুটি বাড়ানো হলো। আজকের প্রজ্ঞাপনে ঘোষিত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সাধারণ ছুটির সঙ্গে ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যোগ হবে।
প্রজ্ঞাপনটিতে আরও বলা হয়েছে জরুরি সেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না। এ মধ্যে কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্পপণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন চলাচল করবে।
এর আগে গত রোববার ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।