• ঢাকা
  • সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং
নাটোরে ৩‌১টি শ্রমিক সংগঠনের মাঝে খাদ্য সহায়তা প্রদান

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় কর্মহীন হয়ে পড়া পরিবহণ শ্রমিক সহ ৩১টি শ্রমিক সংগঠনের ১,২০০ শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ডে শ্রমিক লীগ আয়োগিত এক অনুষ্ঠানে করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই সহায়তা প্রদান করেন। এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, দেশের চার কোটি মানুষের কাছে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেঁৗছে দেওয়া হয়েছে এবং সাড়ে ৩৬ লক্ষ মানুষ ঘরে বসে আড়াই হাজার টাকার অনুদান পেয়েছেন। বর্তমান সরকার বিগত ১৩ মাসের মত ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে স্বাস্থ্য সুরক্ষা বিধি যথাযথভাবে অনুসরণের জন্যেও শ্রমিকদের প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ শ্রমিক নেতৃবৃন্দ।

এর আগে প্রতিমন্ত্রী সিংড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে ১০ লাখ টাকা ব্যয়ে ১২০ জোড়া বেঞ্চ হস্তান্তর করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।