মাহবুব পিয়াল,ফরিদপুর :- বিশ্বমানবাধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে শিশু ও নারী উন্নয়ন সংস্থা নন্দিতা সুরক্ষা ও এলইজিডি প্রকল্পের উদ্যোগে ব্লাস্ট ও সনাকের সহযোগিতায় শনিবার দিনব্যাপী বিনামুল্যে আইনি ও স্বাস্থ্য সেবা পরামর্শ দেয়া হয়েছে।
সকাল ১১টায় শহরের ২নং হাবিলি গোপালপুর আদর্শ নগরীর বটতলায়
তথ্য ও পরামর্শ কর্নারের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু।
নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ তানসিভ জুবায়ের, মেডিকেল অফিসার ডাঃ জান্নাতী নুর আকা, ব্লাস্টের সমন্বয়কারী এ্যডভোকেট শিপ্রা গোস্বামী, ব্লাস্ট এর ডি পি ও অর্চনা দাস, সনাক সচেতন নাগরিক কমিটির ফিল্ড অফিসার ফারজানা হক মিম,নন্দিতা সুরক্ষার জান্নাতুল ফেরদৌসীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
তথ্য ও পরামর্শ কর্নারে সকাল ১১ থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনামূল্যে আইনগত সেবা প্রদান করেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), তথ্য সেবা প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং স্বাস্থ্য সংক্রান্ত সেবা প্রদান করেন নন্দিতা সুরক্ষা। দিনব্যাপী শতাধিক মানুষকে এখান থেকে বিনামুল্যে আইনি ও স্বাস্থ্য সেবা পরামর্শ দেয়া হয়েছে।