ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
229 বার দেখা হয়েছে
০
ফরিদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ই নভেম্বর বুধবার বিকেল ৩.৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
আরও উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, ব্লাষ্টের সমন্বয়ক এ্যাডঃ শিপ্রা গোস্বামী, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।
প্রধান অতিথি উপস্থিত সকল ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে চলার আহবান জানান এবং বলেন যে সকল ক্রেতা মাস্কবিহীন পণ্য ক্রয় করতে আসবে তাদের কাছে আগে মাস্ক বিক্রি করবেন, পরে তার নিকট পণ্য বিক্রি করবেন। ঘরের বাইরে বের হতে হলে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।