• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
সালথা’য় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ পা‌লিত

“মহামা‌রি ক‌ভিট -১৯ কে প্র‌তি‌রোধ করি, নারী ও কি‌শো‌রির সুস্বাস্থ্যের অ‌ধিকার নিশ্চিত ক‌রি” এই শ্লোগান কে সামনে রে‌খে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ পা‌লিত হ‌য়ে‌ছে।

উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা কার্যাল‌য়, সালথা ফ‌রিদপুর এর আ‌য়োজ‌নে এবং উপ‌জেলা প্রশাসন সালথা এর সা‌র্বিক তত্বাবধায়‌নে ১১জুন ২০২০ শ‌নিবার সকাল ১০ টায় উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই দিবস পালন করা হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকারের সভাপ‌তি‌ত্বে সামা‌জিক ও নিরাপদ দুরত্ব বজায় রে‌খে অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম। উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ র‌বিন বিশ্বাস।

এসময় উপ‌জেলার নির্বা‌চিত শ্রেষ্ঠ সেবা কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন প‌রিষদ, শ্রেষ্ঠ এসএ‌সিএমও, শ্রেষ্ঠ প‌রিবার কল্যাণ প‌রিদর্শক, শ্রেষ্ঠ প‌রিবার কল্যাণ প‌রিদর্শিকা, শ্রেষ্ঠ প‌রিবার কল্যাণ সহকা‌রি‌কে প্রশংসাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

১১ জুলাই ২০২০

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।