• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
বোয়ালমারীতে তিন ছিনতাইকারী কবলে গৃহবধু

ছবি ঃ- প্রতিকী

বোয়ালামারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শনিবার বিকেলে ফাঁকা রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধু। এ সময় ছিনতাইকারীরা গৃহবধুর হাতব্যাগে থাকা তাঁর মায়ের ক্যান্সারের চিকিৎসার টাকাসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই গৃহবধু কোন না পেয়ে বাবার বাড়িতে ফোন দিলে ঘটনার বিবরণ জানান। বাবার বাড়ির লোকজন এদিক ওদিক মোবাইল ফোনে বিষয়টি জানালে কিছুক্ষণ পরেই জনতার হাতে আটক হয় তিন ছিনতাইকারী। শনিবার দিবাগত রাতেই এ ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে ওই গৃহবধুর বাবা বাদি হয়ে মামলা করেছেন। আসামিদের রবিবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাড়ে চারটায় সাতৈর-গোহাইলবাড়ী সড়কে মোটর সাইকেল আরোহী তিন যুবক চরদৈতরকাঠি গ্রামের ইউপি সদস্য নান্নু মোল্যার বাড়ি সংলগ্ন গৃহবধু মোছা. সাবিনা ইয়াসমিনের গতিরোধ করে। এ সময় যুবকেরা ভ্যানের ওপর থাকা গৃহবধুর হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।

ওই গৃহবধুর বাবা আ. মান্নান শেখ মুঠোফোনে জানান, আমার স্ত্রী রাশিদা বেগম দূরারোগ ক্যান্সারে আক্রান্ত। কয়েকদিন পর স্ত্রীকে ঢাকায় কেমোথেরাপি দিতে যাওয়ার কথা। প্রত্যেকবার থেরাপি দিতে ২৫ হাজার টাকা লাগে। তাই আমার মেয়ে তাঁর মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা নিয়ে পাশের মেয়ের বাড়ি কাদিরদী গ্রাম থেকে আমার বাড়িতে আসছিল। পথে টাকাসহ আমার মেয়ের হাতব্যাগ ছিনতাই হলে আমার বড় ছেলে সাথে সাথে ফোনে বিভিন্ন জায়গায় খবর দেয়। এক পর্যায়ে একই উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় স্থানীয় এলাকাবাসী বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকার মো. মোতাহার বিশ্বাসের ছেলে মো. রাকিব বিশ্বাস (২১), জিয়াউর রহমানের ছেলে জিহাদ শেখ (২০) ও মো. মতিয়ার শেখের ছেলে মো. আলামিনকে (২১) মোটরসাইকেল ও ছিনতাই করা ব্যাগসহ আটক করে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ছিনতাইয়ের শিকার গৃহবধুর বাবা দিয়ে হয়ে তিনজনের বিরুদ্ধে ২০০২ সালে আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে থানায় মামলা করেছেন। জনতার হাতে আটক তিন যুবককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার করে মামলার বাদির জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।