প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিতে বোরো ধানের মাঠে নিরলস কাজ করছেন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মাননীয় শরীফ আহমেদ এমপি’র নির্দেশনায় ময়মনসিংহের তারাকান্দায় দ্বিতীয় দিনের মতো রোজা রেখে তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজহারুল ও সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস এর নেতৃত্বে একদল তরুণ ছাত্রনেতা,মুজিব আদর্শের সৈনিক ছাত্রলীগ কর্মীদের নিয়ে প্রান্তিক এক অসহায় কৃষকের প্রায় মোট ৪৫ শতাংশ জমির বোরো ধান স্বেচ্ছায় কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন।
আজ সোমবার (১১ মে) সকাল থেকে তারা উপজেলার গাঁলাগাঁও ইউনিয়ন ডৈহাতলী গ্রামের তোফাজ্জল হোসেন নামে এক দরিদ্র কৃষক ৪৫ শতাংশ জমির ধান কেটে আটি বাঁধা ও কৃষকের বাড়িতে পৌঁছে মাড়াই করে দেন।
কৃষক তোফাজ্জল হোসেন বলেন, করোনার কারণে বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ। শ্রমিক সংকটে কারণে ঠিকমতো শ্রমিক পাচ্ছিনা। এ সময় হাতে কোন টাকা নাই। এদিকে বর্গা নেয়া জমির ধান পেকে তা ঝরে পরতে শুরু করেছে।
এমন অবসস্থায় এই ছেলেগুলো আমার ধান কেটে মাড়াই করে দিবে তা আমি ভাবতেই পারি নি। এরা আজকে আমার যে উপকার করেছে তা আমি কোনদিনই ভুলতে পারবো না।