র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক পটুয়াখালীর সদর হতে
মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী গ্রেফতার
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্ব অদ্য ১৬/৬/২০২০ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে (জিআর নং-৪৯২/১৬) এর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাবের মৃধা (২৭), পিতা-শহিদুল মৃধা, সাং-টাইন জৈনকাঠী, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।