• ঢাকা
  • সোমবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ ইং
বোয়ালমারীতে করোনা রোগীর সংখ্যা ১০০+

ছবি- ইন্টারনেট থেকে প্রাপ্ত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা ১০৯ জনে দাড়িয়েছে। নতুন করে করোনা শনাক্তের মধ্যে অধিকাংশই পৌর এলাকার। এছাড়া আক্রান্তের তালিকায় সৈয়দপুর, রামনগর, শেখর, কামারগ্রাম, গুনবহা, শিবপুর, হাসামদিয়াসহ প্রায় ২০ গ্রামাঞ্চলের বাসিন্দারা রয়েছেন। শুক্রবার (১২.০৬.২০) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও স্বাস্হ্য কর্মকর্তা ডা. খালেদুর রহমান।

ডা. খালেদুর রহমান জানান, গত ১৭ এপ্রিল এ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্তু মোট ৫৬৬ জনের নমুনা সংগ্রহে করোনা আক্রান্ত ১০৯ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন। সুস্থ্য’ হয়েছেন ৩০ জন।

গত মঙ্গলবার ও বুধবার ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর ল্যাবে পাঠানো হয়। এদের মধ্য থেকে ১২ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসহ সকল বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা সুস্হ্য থাকায় নিজবাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।