• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
রাজশাহীতে মাস্ক না পরায় ১৬৫ জনের সাজা

মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি না মানায় ১৬৫ জনকে জরিমানা করেছে রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১৬৫টি মামলা করে এক লাখ ২৫ হাজার ৪৫০ টাকা অর্থদন্ড করা হয়েছে। রাতে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মানুষকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে জেলাজুড়ে অভিযান শুরু হয়েছে। অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের বসিয়ে জরিমানা করা ছাড়াও মাস্ক বিতরণ করা হচ্ছে। যারা মাস্ক না পরে বের হয়েছে বা না পড়ে ঝুলিয়ে রেখেছে অথবা পকেটে রাখেছে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

জেলা প্রশাসক বলেন, গতকাল বৃহস্পতিবার ১৬৫ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে প্রায় সোয়া লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সাত হাজার ৫৬০টি মাস্ক বিতরণ করা হয় বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।