• ঢাকা
  • বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুর লায়ন্স ক্লাবের উদ্যোগ চক্ষু হাসপাতালের উদ্বোধন

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে আজ ১২ আগষ্ট শুক্রবার বেলা ১১ টায় চক্ষু হাসপাতাল উদ্বোধন করা হয়।
ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে এ চক্ষু হাসপাতাল উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে লায়ন্স ক্লাব যাত্রা শুরু করেছে তা যেন অব্যাহত থাকে। তিনি বলেন এখানে গরিব লোকেরা যাতে পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় সেটা নিশ্চিত করতে হবে।
এই হাসপাতালে যেন কোন বাণিজ্যিক হাসপাতালে পরিণত না হয়।
এখানে যেন গুণগত মান সম্মত ডাক্তার বৃন্দ রোগীদের সেবা নিয়োজিত থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন দ্বিতীয় জেলা গভর্নর মোঃ সেলিম মিয়া, লায়ন আই ফাউন্ডেশনে পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার আকরামুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর সিটির সভাপতি মোস্তাফিজুর রহমান লাভলু।
এর আগে ফিতা কেটে, এবং হাসপাতালের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রথম পর্বে আনুগত্যের শপথ পাঠ করানো হয়। এছাড়া ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল শহীদানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠান শেষ পর্বে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।