• ঢাকা
  • সোমবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ ইং
মুক্তিযোদ্ধা,সাংবা‌দিক আবু সাঈদ খা‌নের মায়ের ইন্তেকাল 

জাতীয় সংস‌দের উপ‌নেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার ছোট ছে‌লে শাহদাব আকবর চৌধুরী লাবুর শোক প্রকাশ

ফ‌রিদপুর জেলার সালথা উপ‌জেলা বিভাগদী গ্রা‌মের সাবেক প্রধান শিক্ষক ও সমাজ সেবক আবদুর র‌শিদ খা‌নের স্ত্রী এবং বিভাগদী শহীদস্মৃ‌তি মহা‌বিদ্যাল‌য় ও বিভাগদী রি‌জিয়া র‌শিদ সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্র‌তিষ্ঠাতা ও সভাপ‌তি ‌সি‌নিয়র সাংবা‌দিক, মু‌ক্তি‌যোদ্ধা আবু সাঈদ খানের মা রি‌জিয়া খান ( ৯২) ই‌ন্তেকাল ক‌রেছেন । ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলা‌হি রা‌জিউন।

আজ শুক্রবার বি‌কেল ৪টা ১০ মি‌নি‌টে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যু সময় তিনি ৫ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রি‌জিয়া খান দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। ক‌য়েকদিন আ‌গে তি‌নি অসুস্থ হ‌লে তা‌কে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখা‌নের তি‌নি মৃত্যু বরন ক‌রেন ।

তার মৃত্যুতে জাতীয় সংস‌দের উপ‌নেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার ছোট ছে‌লে শাহদাব আকবর চৌধুরী লাবু, সালথা উপ‌জেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মাদ হা‌সিব সরকার এবং আটঘর ইউপি চেয়ারম্যান শ‌হিদুল হাসান খান সোহাগ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।