ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের দিক নির্দেশনায় সদর উপজেলাকে শতভাগ ভিক্ষুকমুক্ত করতে বিভিন্ন কৌশল হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় আজ ১২ অক্টোবর সোমবার দুপুর ১.০০ টার সময় ফরিদপুর সদর উপজেলা চত্তরে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে দুইজন ভিক্ষুককে পুনবার্সনের লক্ষ্যে মুদি দোকান করার জন্য প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার আয়োজনে জেলা প্রশাসক অতুল সরকার এ প্রয়োজনীয় মালামাল তাদের হাতে তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক তাদের কাছে জানতে চান যে, তারা এসব মুদি মালামাল দিয়ে কি করবে? তারা বলেন আমরা দোকানের কাজ শুরু করব আর ভিক্ষা করবো না এবং স্থায়ী দোকানদার হিসেবে ব্যবসা করে জীবিকা অর্জন করবো।
উল্লেখ্য, ইতিপূর্বেও বেশ কয়েকজন ভিক্ষুককে বিভিন্ন ব্যবসা করার জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার। তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন দিব্বি ব্যবসায়ী বনে গেছেন।