• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
গলাচিপা উপজেলার পানপট্টি হিন্দুপাড়া ব্রিজের এপ্রোচ সড়ক ধসে পড়ছে

তারিখ ১২.০৯.২০২১

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিন পানপট্টি বিটুমিনাস কার্পেটিং পাকা সড়কের হিন্দু পাড়া সংলগ্ন এলাকার ব্রিজটির এপ্রোচ সড়ক ভেঙে যাচ্ছে। মাটি ধসে এপ্রোচের ইট খালে পড়ে যাচ্ছে। কোন ব্যবস্থা নেয়া না হলে এ ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে। পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান,এপ্রোচ সড়কে ব্লক বা গাইড ওয়াল না করায় বৃষ্টিতে মাটি ধসে গেছে। এর ফলে এপ্রোচ সড়কের ইট খালে গিয়ে পড়ছে। জরুরীভাবে গাইডওয়াল বা ব্লক স্থাপন করা হলে এপ্রোচ সড়কের ধসে পড়া রোধ করা সম্ভব। এখন করলে খুব অল্প টাকায় এ কাজ করা সম্ভব। দেরি হলে অনেক বেশি টাকার প্রয়োজন হবে। যা সরকারি টাকা দরিয়া মে ঢাল- এ অব্স্থার সৃষ্টি হবে। তিনি আরও বলেন,এ সড়কটি বর্তমানে পানপট্টি ইউনিয়ন ছাড়াও রাঙ্গাবালী উপজেলার মানুষের চলাচলের একমাত্র পথ। এটির ধসে যাওয়া রোধ করা না হলে যানচলাচল বন্ধ হওয়ার আশংকা রয়েছে।জানতে চাইলে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান,বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।