দীর্ঘ পাঁচ মাস পর খুলে দেওয়া হলো শ্রীধাম শ্রীঅঙ্গন
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
258 বার দেখা হয়েছে
০
দীর্ঘ পাঁচ মাস পর খুলে দেওয়া হয়েছে শ্রীধাম শ্রীঅঙ্গন।
দীর্ঘ পাঁচ মাস পরে খুলে দেওয়া হলো হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় শ্রীধাম শ্রীঅঙ্গন। মহামারী করোনার কারণে প্রায় পাঁচ মাস পরে খুলল শ্রীধাম শ্রীঅঙ্গন। আজ শনিবার থেকে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাত্র ১ ঘণ্টা ভক্তদের জন্য শ্রী অঙ্গন খুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।
তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের শ্রী অঙ্গনে প্রবেশ করতে হবে। প্রথম দিনেই ভক্তবৃন্দকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে দেখা গিয়েছে। করোনা সংক্রমণ উত্তরণ হলে পর্যায়ক্রমে সময়সীমা বাড়ানো বলে আঙ্গিনা সূত্রে জানা গেছে।