• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ভর্তি এক যুবকের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ভর্তি এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :   
ওগাঁর মান্দা থেকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা ওই রোগী শনিবার রাত দেড়টার দিকে মারা যায়। এদিকে শনিবার গভীর রাতে হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ড থেকে একজন শ্বাসকষ্টের রোগী পালিয়েছেন।চিকিৎসকদের ধারণা তিনি করোনা আতঙ্কে হাসপাতাল থেকে পালিয়েছেন। গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে মোট ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর সবগুলোর ফলাফলই নেগেটিভ। রোববার আরও ৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছে।এগুলো পরীক্ষার কাজ চলছে।রোববার (১২ এপ্রিল) হাসপাতালের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ জানিয়েছেন, নওগাঁর মান্দা উপজেলার পলাশ বাড়ি গ্রাম থেকে আসা মৃত যুবকের নাম শ্রী কৃষ্ণ (৩৫)। শনিবার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেনেয়া হয়। পরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগিতের জন্য স্থাপন করা ৩৯ নম্বর ওয়ার্ডের আইসোলেশনে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। রোগী অজ্ঞান অবস্থায় থাকার কারনে কাছ থেকে কিছু জানা সম্ভব হয়নি। তবে তিনি নিয়মিত অ্যালকোহল পান করতেন বলে জানা গেছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না আজ তার নমুনা পরীক্ষার জানা যাবে।এর আগে ওই রোগীকে শনিবার সকাল ১০টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কৃষ্ণকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সরাসরি রাজশাহীতে পাঠিয়ে দেয় চিকিৎসকরা। তিনি ঢাকায় কাজ করতেন। সম্পতি তিনি বাড়িতে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।করোনাভাইরাসের কিছু উপসর্গরর মধ্যে থাকায় স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করতে বলা হয়েছে।তিনি আরও বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসা সংক্রমক ব্যাধি হাসপাতালে আরও তিনজন ভর্তি হয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি নগরীর দরগাপাড়ায়। যার বয়স প্রায় ৬০ বছর। অপরজনের বাড়ি নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি মহিলা তার বয়স ২৬ বছর। এছাড়াও আরেকজনের বাড়ি নওগাঁয়।এর আগে শুক্রবার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সংক্রমক ব্যাধি হাসপাতালের করোনা ওয়ার্ডে যে দুইজন ভর্তি ছিলেন তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তারা এখন সুস্থ্য আছেন। তাদের ছেড়ে দেয়া হবে বলে জানান ডা. আজাদ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।