• ঢাকা
  • সোমবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ ইং
সাভারে সেমাই কারখানায় র‌্যাবের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ঈদ সামনে রেখে তৎপর হয়ে উঠেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। বাড়তি চাহিদা ও অধিক মুনাফার আশায় অস্বাস্থ্যকর পরিবেশে শিল্প-কারখানার রং ব্যবহার করে সেমাই প্রস্তুত করছেন তারা। ঈদে চাহিদা বেশি থাকায় আকর্ষণীয় করে তুলতে এই ক্ষতিকর রং ব্যবহার করছেন ব্যবসায়ীরা।

সাভারের অভিযান চালিয়ে এমন একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শিল্পপ্রতিষ্ঠান, নির্মাণকাজ ও কাপড়ে ব্যবহৃত রং মিশিয়ে সেমাই তৈরির দায়ে শাহানা ফুড প্রোডাক্টসকে তিন লাখ টাকা জরিমানা ও ১০ লাখ টাকার সেমাই ধ্বংস করা হয়েছে।

র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ওই কারখানার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। স্বাস্থ্যগত কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে ক্ষতিকর রং ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছিল। এসব কারণে শাহানা ফুড প্রোডাক্টস নামে ওই কারখানাকে তিন লাখ টাকা জরিমানাসহ ১০ লাখ টাকা মূল্যের সেমাই ধ্বংস করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।