সরকারি রাঃকলেজ ২০০২-০৩ ভূগোল ও পরিবেশ বিভাগের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সরকারি রাজেন্দ্র কলেজের ২০০২-২০০৩ ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ১৩ নভেম্বর শুক্রবার দুপুরে শহরের পৌর শেখ রাসেল শিশুপার্কে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এম এ নাইম, সদস্য সচিব কামাল হোসেন, প্রকাশনা কমিটির সম্পাদক আলমগীর জয়, হান্নান মৃধা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা সম্পাদক মাহ্ফুজ রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন পারস্পারিক সম্পর্ক গভীর হলে যে কোন কাজ করা সম্ভব। তিনি এই সংগঠনের সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের সম্পর্ক যেন অটুট থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্মরণিকা নক্ষত্রের মোড়ক উন্মোচন করেন।
সভায় বক্তারা আগামীতে আরও ব্যাপক আকারে এই অনুষ্ঠান করা হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখছেন প্রকাশনা সম্পাদক আলমগীর জয়