দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চলমান করোনা সংকটময় মূহুর্তে খাদ্য সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের অংশ হিসাবে উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১৩মে) বেলা সাড়ে ১১ টায় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি তাঁর নিজস্ব অর্থায়নে নবাবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে উপজেলার ৯টি ইউনিয়নের মসজিদের ১ হাজার ১শ জন ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। বিতরণ শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি লক্ষ্যে বিশেষ মেনাজাত করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ,থানার ওসি অশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি আমির হোসন,সাদেকুল ইসলাম,ডা.মোশাবফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান মানিক ,হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।