ফরিদপুরের মধুখালীতে মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে এক কিশোর কর্তৃক শিশু ধর্ষনের খবর পাওয়া গেছে।
পারিবারিক ও স্থানীয় এবং থানা সুত্রে জানা গেছে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মধুখালী পৌর সভার মধুপুর গ্রামের বাবু মিয়ার শিশু কন্যা সাড়ে (৫) বাড়ীর পাশে ইট ভাটার মাঠে ঘুড়ি উড়াছিল সহপাঠিদের সাথে।
পৌর সদরের পশ্চিম গোন্দারদিয়া গ্রামের মো. নজরুল শেখের ছেলে নাহিদ নাঈম (১৪) শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ইট ভাটার উপর নির্জন টং ঘরে নিয়ে ধর্ষন করে । বাড়ীর কাউকে না বলার জন্য ভয় দেখায় । শিশুটি বাড়ী ফিরে মাকে ঘটনা খুলে বলে।
ইতোমধ্যে ঘটনার প্রতিক্রিয়া দেখার জন্য ধর্ষক নাহিদ শিশুটির বাড়ীতে এলে মহিলারা তাকে ঘরে আটকিয়ে পুলিশে খবর দিলে ,পুলিশ ধর্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি রয়েছে।