• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
চরভদ্রাসনে সাড়ে ১১ হাজার শিশু ভিটামিন এ প্লাস খেয়েছে

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন ডিসেম্বর, ২০২৩ খ্রি. সম্পন্ন হয়েছে। এ কর্মসূচীর আওতায় উপজেলায় প্রায় সাড়ে এগার হাজার শিশুকে এ প্লাস ভিটামিন খাওয়ানো হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছেন। ওই দিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। তিনি নিজ হাতে শিশুদের এ প্লাস ভিটামিন খাইয়ে দেন। কর্মসূচীটি উদ্বোধনীকালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রমেশ দাস প্রমূখ।
জানা যায়, এ কর্মসূচীর আওতায় প্রতি ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতি শিশুকে একটি লাল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন সফল করতে এ বছর উপজেলায় মোট ৯৬ টি কেন্দ্র স্থাপন করা হয়। প্রতিটি ইউনিয়নে ২৪টি করে উপজেলার ৪টি ইউনিয়নে ৯৬টি কেন্দ্র সহ স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র নিয়ে মোট ৯৭টি কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা শিশুদের ভিটামিন এ প্লাস খাইয়ে দেন। এ কর্মসূচীটি সফল করতে উপজেলায় ১৯৪ জন স্বেচ্ছাসেবী ও ৫০ জন সুপারভাইজার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত দায়িত্ব পালন করে প্রায় সাড়ে এগার হাজার শিশুর মধ্যে ভিটামিন এ প্লাস দেওয়া হয়েছে বলে জানা যায়।
#
মো. মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-১২/১২/২০২৩ খ্রিঃ

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।