• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
যুবকরাই পারে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে

শিমুল, দিনাজপুর প্রতিনিধি ঃ যুব সমাজ একটি দেশের প্রাণশক্তি। কিন্তু মাদকের নীল ছোবলে যুবকদের একাংশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মানুষের জীবন একটাই আবার মৃত্যুও সুনিশ্চিত। তাই মৃত্যুর আগে মাদকমুক্ত জীবন গড়ে সুস্থ ও সুন্দর জীবন যাপনই সবার কাম্য। যুবকরাই পারে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে। বর্তমান বর্তমান আমাদের সমাজে যে কয়েকটি সমস্যা রয়েছে তার মধ্যে মাদক হচ্ছে অন্যতম। বর্তমান সরকার এই মাদকের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছেন। সরকারের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ সমাজকেও এগিয়ে আসতে হবে।

১৪ জানুয়ারী বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া এ কথা বলেন।

খানপুর বাজার দাখিল মাদ্রাসার সভাপতি মো. বাবুল আকতার-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খানপুর বিজিবি’র কোম্পানী কমান্ডার মো. নজরুল ইসলাম, খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদুল হক, আটর মোহাম্মাদিয়া ফাজিল স্নাতক মাদরাসার অধ্যক্ষ মো. আহসান হাবীব, খানপুর বাজার দাখিল মাদরাসার সুপার মো. আজগার আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন খানপুর যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি আরাফাত হোসেন মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।